রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

এবার নিজ শহর চট্টগ্রামের ৫০ কোচের পাশে তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

 

করোনায় সব বন্ধ। বিনোদন, খেলাধুলা সব। খালি চোখে মনে হয় শুধু খেলাধুলাই বন্ধ। কিন্তু এর সাথে সম্পৃক্ত খেলোয়াড়, প্রশিক্ষক, কোচিং স্টাফ, ক্লাববয়, বলবয়সহ অনেকেই যে এখন করোনায় বেকার ঘরে বসা-সে খবর রাখে ক’জনা?

এক সময় যেটা ছিল ফুটবলে, এখন সেটা ক্রিকেটে। রাজধানী ঢাকা, সব বিভাগীয় শহর, জেলা শহর ছাপিয়ে প্রত্যন্ত অঞ্চলেও ক্রিকেট ছড়িয়ে গেছে। বিসিবির বয়সভিত্তিক কার্যক্রমও জেলা পর্যায় পর্যন্ত বিস্মৃত। সে কার্যক্রম নিয়মিতই চলে।

কিন্তু এর বাইরে গ্রামেগঞ্জে অঁজোপাড়া গাঁয়েও আজকাল ক্রিকেট কোচিং একাডেমি গড়ে উঠেছে। যাতে আগ্রহী কিশোর ও তরুণরা সকাল বিকেল ক্রিকেটার হবার মানসে অনুশীলন করে। তাদের যারা খেটেখুঁটে কোচিং করান, তাদের সংখ্যা কিন্তু কম নেহায়েত কম নয়।

সারা দেশে এখন ক্রিকেট কোচিং একাডেমির সংখ্যা হবে হাজারের ওপরে। সেই সব একাডেমি বন্ধ। কচি বয়সী ক্রিকেটারদের কলতানও নেই। ফলে ক্রিকেট কোচরাও এখন বেকার। তাদের হাত খালি, রোজগার নেই।

এবার নিজ শহর চট্টগ্রামের সেই বেকার হয়ে পড়া অসহায় কোচদের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এমনিতেই ব্যক্তিগতভাবে নীরবে অনেককে সাহায্য সহযোগিতা করেছেন তামিম। শুরু থেকেই চারিদিকে করেনা আক্রান্ত ও করোনায় ক্ষতিগ্রস্ত এবং আর্থিক দিকে দুর্বল হয়ে পড়াদের পাশে আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

এবার তার সর্বশেষ উদ্যোগ হলো নিজ শহর চট্টগ্রামের কোচদের সাহায্যে এগিয়ে আসা। বন্দরনগরীর ৫০ জন ক্রিকেট কোচকে অর্থ সাহায্য দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। জানা গেছে, জেলার কোচেস এসোসিয়েশনের উদ্যোগে তামিম এই সাহায্যের হাত বাড়িয়েছেন। স্থানীয় কোচদের কষ্টের দিনে তাদের মুখে হাসি ফুটিয়েছেন দেশসেরা ওপেনার।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD