কোটালীপাড়া প্রতিনিধি : কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
গত পরশুদিন শনিবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে এবং গতকাল রবিবার উপজেলার রামশীল ইউনিয়নে করোনা দুর্যোগ মোকাবেলায় মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করেন উপজেলা চেয়ারম্যান।
সেই সাথে প্রতি ইউনিয়নে প্রায় ১০০০ অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস। ত্রাণ বিতরণের সময় সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করেন তিনি এবং কোটালীপাড়া উপজেলার প্রত্যেকটি উপজেলায় ত্রাণ বিতরণের পরিকল্পনার কথা জানান তিনি।
লাইট নিউজ