২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। দেশের পেঁয়াজ চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং বিদেশ থেকে পণ্যটির আমদানির নির্ভরতা কমাতে এ প্রস্তাব করা হয়।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় পেঁয়াজের ওপর নতুন করে শুল্ক আরোপের সুপারিশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট অধিবেশন শুরু হয়। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমা্নে দেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করা হচ্ছে। কিন্তু বিদেশ থেকে বিনাশুল্কে পণ্যটি আমদানি করায় দেশের চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারে। এতে চাষীরা ভবিষ্যতে এর উৎপাদন থেকে বিরত থাকতে পারেন। তাই দেশের চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা কমতে পণ্যটির আমদানিতে শুল্ক আরোপের সুপারিশ করা হচ্ছে।
লাইটনিউজ/এসআই