বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

দু’হাজার কোটি টাকার নতুন প্রণোদনা ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

করোনা সংকটের কারণে নতুন একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী, কর্মহীন ও গ্রামের দরিদ্র মানুষকে ঋণ সহায়তা জোগাতে পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে ৫০০ কোটি করে মোট দুই হাজার কোটি টাকার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নতুন ‘প্রণোদনা প্যাকেজের’ ঘোষণা দেন।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে এটি হতে যাচ্ছে সরকারের ঘোষিত ১৮তম প্রণোদনা প্যাকেজ। এ পর্যন্ত সব মিলিয়ে মোট এক লাখ এক হাজার ১১৭ কোটি টাকার ১৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো, যা দেশের মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD