মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

ধর্ষণের পর মাথা ন্যাড়া: সেই তুফানের জামিন আবেদন হাইকোর্টে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয়ার মামলায় আলোচিত প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদন করা হয়েছে হাইকোর্টে।

রোববারের (২১ জুন) কার্যতালিকায় আবেদনটি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল বেঞ্চে রয়েছে।

আদালতে তুফানের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এ এইচ এম রেহানুল কবির।

গত ২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই কিশোরীর মায়ের করা মামলায় বলা হয়, ভালো কলেজে ভর্তি করবে বলে তুফান মোবাইলে যোগাযোগ করে। পরে মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়ায় তুফানের বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করে। তুফানের স্ত্রী বিষয়টি জানতে পেরে ওই ঘটনার জের ধরে ওই বছরের ২৮ জুলাই তার এবং তার মেয়ের মাথা ন্যাড়া করে দেন এবং বেধড়ক মারধরও করেন। পরে এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন্স) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD