মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

পরিত্যক্ত বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

রাজশাহীর বাঘায় পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় এক নারীর (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তার নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার (০৮ জুন) সন্ধ্যায় বাঘা পৌর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ বাঘা থানা হেফাজতে নেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার (৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিত্যক্ত বাড়ির বারান্দায় নাইলনের দড়িতে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ দেখা যায় সোমবার বিকেলে। এ নিয়ে চারিদিকে হৈ চৈ পড়ে যায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

এছাড়া ঘটনার খবর পেয়ে বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়ার পর বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD