বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার বিকল্প নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তা না হলে আমাদের দুর্বলতার সুযোগে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে। সবাইকে সতর্ক থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে। কেউ আতঙ্কিত হবেন না। কেননা, আমাদের দুর্বলতার কারণে সংক্রমণের বিস্তার ঘটবে।

সোমবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারসহ পুরো জাতি করোনা সংকটের সম্মুখ যোদ্ধাদের পাশে আছেন। তাদের কোনও অবস্থাতেই মনোবল হারালে চলবে না।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারা দেশে যে ত্রাণ বিতরণ করছে, তার তালিকা তৈরি করে দলীয় প্রধানের কাছে পাঠাতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার পদ্মা সেতু। আজ এর ২৯তম স্প্যান বসানো হয়েছে। এখন সেতুর ৪৩৫০ মিটার দৃশ্যমান।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD