মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

বায়োপিকে আরিফিন শুভকে চান মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

 

ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে শচীন টেন্ডুলকার, এম এস ধোনির নাম। আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি বায়োপিক নির্মাণ নিয়েও।

বাংলাদেশে ক্রিকেটাদের জীবনী নিয়ে এখনো নির্মাণ হয়নি কোন সিনেমা। তবে একবার গুঞ্জন শোনা গিয়েছিলো, বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বায়োপিক নির্মাণ করতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সেই গুঞ্জন আর ডাল পালা মেলেনি বেশ কিছু কারণে।

সেই গুঞ্জন সত্যি না হলেও এবার নিজের বায়োপিক নিয়ে মন্তব্য করেছেন মাশরাফি। সম্প্রতি ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে মাশরাফির কাছে প্রশ্ন ছিলো, তার জীবন নিয়ে সিনেমা করা হলে, নায়ক হিসেবে কাকে চাইবেন?

এই প্রশ্নের উত্তরে মাশরাফি জানিয়েছেন, ‘মাশরাফির জীবন নিয়ে সিনেমা। আমার বাংলাদেশের আরিফিন শুভকে ভালো লাগে। স্মার্ট খুব, হয়তোবা আরিফিন শুভ।’

এমন প্রশ্নের পর মাশরাফির কাছে আরও জানতে চাওয়া হয়, ঢালিউড, হলিউড ও বলিউড থেকে যেকোন একজন নায়িকার সঙ্গে ডিনারে যেতে পারবেন। কাকে বেছে নেবেন? জবাবে মাশরাফির উত্তর, ‘মাশরাফির ঘরের বউ।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD