বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
করোনা ভাইরাস

মৃত্যু ছাড়াল ৩ লাখ ২০ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বের ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ মানুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ২০ হাজার ১৩৪ জন মারা গেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

শনাক্তকৃতদের মধ্যে ২৬ লাখ ৬৩ হাজার ৭৭৯ জনের শরীরে সংক্রমণ রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ ১৯ হাজার ১৪ জনের সংক্রমণ মৃদু। এছাড়া ৪৪ হাজার ৭৬৫ জনের অবস্থা গুরুতর।

শনাক্তের সংখ্যা বিবেচনায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লাক ৫০ হাজার ২৯৪ জন। এছাড়া দেশটিতে মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন।

তালিকায় এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া, স্পেন, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং ইরান। এই দেশগুলোতে শনাক্তকৃত রোগীর সংখ্যা লক্ষাধিক। এছাড়া প্রতিবেশী দেশ ভারতেও শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

তালিকায় বর্তমানে ৩০তম অবস্থানে থাকা বাংলাদেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৪৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫৮৫ জন।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD