মোঃ ইয়াসিন সাভার প্রতিনিধি : ঢাকার সন্নিকটে সাভারে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) সাভার উপজেলার কাউন্দিায়া ইউনিয়নে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ করোনায় আক্রন্ত হয়ে মারা যায়।
ঠান্ডা ও স্বাসকষ্ট জনীত সমস্যা নিয়ে রাজধানীর সহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে রাতে সে মৃত্যুবরণ করলে, তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার পরে দেখা যায় সে করোনায় আক্রান্ত ছিলো। এনিয়ে সাভারে মোট আক্রান্তের সংখ্যা ৫ এবং মৃত ১।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন, কাউন্দিয়া ইউনিয়রে ওই বৃদ্ধ ঠান্ডা ও হাপানি জনিত রোগে সহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে সন্দেহ হলে উনার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
লাইট নিউজ