বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জে আইন অমান্য করায় ২৪ পরিবহনকে জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : সরকারী নির্দেশ অমান্য করে গণপরিবহন চলাচল ও মাইক্রোবাস-ট্রাকে যাত্রী পরিবহন করায় ২৪ পরিবহনের চালককে ২৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার হাটিকুমরুল গোল চত্বরে চেক পোষ্ট বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিাসার আরিফুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের হাটিকুমরুল চত্ত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, সরকারী নির্দেশ অমান্য করে মহাসড়কের গণপরিবহনে পাশাপাশি পণ্যবাহী মাক্রবাস ও ট্রাকে যাত্রী পরিবহন করত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৪ পরিবহনকে ২৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD