ভারত-পাকিস্তানের শত্রুতা বেশ পুরেনো। সেটা রাজনৈতিক মাঠে হোক কিংবা ক্রিকেট মাঠে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে তো দুই দেশের মধ্যকার কোনো খেলাই আর মাঠে গড়াচ্ছে না। এমনকি ভারতের মাটিতে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করে দেয়া হয়েছে। শুধু আইসিসির ইভেন্টগুলোতেই দেশ দুটির মোকাবেলা হচ্ছে।
এমন শত্রুতা থাকা সত্ত্বেও পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলির ইতিহাস গড়া ব্যাট কিনে নিয়েছে ভারতের একটি জাদুঘর। ওই ব্যাট দিয়ে দিবা-রাত্রির লাল বলের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন আজহার আলি। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়া ৩০২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য তহবিল সংগ্রহ করতে ব্যাটটি নিলামে তোলেন পাকিস্তানি অধিনায়ক। আর তা কিনে নিয়েছে ভারতের পুনের ‘ব্লেডস অব গ্লোরি’ নামের একটি ক্রিকেট জাদুঘর। মোট ১০ লাখ রুপিতে ব্যাটটি কিনে নেয় জাদুঘর কর্তৃপক্ষ। ব্যাটটি এখন থেকে সেখানেই শোভা পাবে।
পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের জার্সিও নিলামে তোলেন তিনি। জার্সিটিতে ফাইনাল ম্যাচের সব সতীর্থের অটোগ্রাফ রয়েছে। এটি অবশ্য ১১ লাখ রুপিতে কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক পাকিস্তানি।
দুটি স্মারকই নিজের খুব প্রিয় জানিয়ে আজহার আলি বলেন, ট্রিপল সেঞ্চুরি করার সৌভাগ্য সবার হয় না। তাই ব্যাটটি এতদিন যত্ন করে রেখেছিলাম। আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করাটা ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ছিল। সেজন্য জার্সিতে সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম।
ব্লেডস অব গ্লোরি ক্রিকেট জাদুঘরে ৩৮ হাজারের বেশি ক্রিকেট স্মারক রয়েছে। রোহান পাটের নামে এক ক্রিকেটপ্রেমীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিশ্বের অন্যতম শীর্ষ এই ক্রিকেট জাদুঘরটি।
সম্প্রতি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হওয়া সাকিব আল হাসানের ইতিহাস গড়া বিশ্বকাপ ব্যাটটিও কিনতে চেয়েছিল তারা। এর জন্য ১২ লাখ টাকা পর্যন্ত বিড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এটি কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি।
লাইট নিউজ