বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান ছবি আঁকছে। ছেলের আঁকা ছবি দেখে মুগ্ধ কারিনা।
কখনও ছেলের প্রশংসা করতে কার্পণ্য করেন না তিনি। ছেলের আঁকা ছবিতে মুগ্ধ হয়ে তাকে ‘ইন-হাউস পিকাসো’ বলেই আখ্যা দিলেন কারিনা কাপুর।
বিশ্বখ্যাত স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর রঙ-তুলির ছোঁয়ায় ক্যানভাস হয়ে উঠেছিল রূপ-মাধুর্যের স্বর্গ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি কারিনা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তৈমুরের একাধিক ছবি শেয়ার করেছেন। ছবিতে তৈমুরের শিল্পকর্ম প্রকাশ পেয়েছে। তৈমুর তার আঁকা ছবি হাতে পোজ দিয়েছে।
লাইটনিউজ