মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

বরিশালে করোনার উপসর্গে হাসপাতালের মালিক ডা. আনোয়ারের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

করোনার উপসর্গ নিয়ে চলে গেলেন বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং রাহাত আনোয়ার হসপিটালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন। সোমবার ২টা ৪৫ মিনিটে ঢাকার এএমজেড হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫৫ বছর। রোববার রাতেও তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। নিজের হসপিটালের রোগীদের চিকিৎসা দিয়েছেন তিনি। সোমবার সকালে শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। পরে বিকেলে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত পৌনে ৩টায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বরিশালের রাহাত আনোয়ার হসপিটাল চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের নাকটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে বরিশালে চিকিৎসকসহ সবমহলে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা জানান, তার মৃত্যুতে বরিশালের চিকিৎসা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

বরিশালে করোনার উপসর্গ নিয়ে এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD