লাইট নিউজ প্রতিবেদক : রৌমারী উপজেলায় অভিযানে ৬ জুয়াড়িকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের নওদা পাড়া গ্রামে কাইয়ুমের বাড়িতে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আজ বুধবার পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
আটককৃতরা হলেন , চর নতুন বন্দরের তারা মিয়া (৫৫) ও আবুল হোসেন (৫২), নওদাপাড়া গ্রামের দসি মিয়া (৪০), রবি চাঁন (৪০), রেজাউল ইসলাম (৪৫) ও মনিরুল ইসলাম (৫২)।
৬ জন জুয়াড়িকে আটকে সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো.দিলওয়ার হাসান ইনাম বলেন,অভিযানের সময় ৬ জন জুয়াড়ি আটক করা হলেও ৪ জন পালিয়ে যায়। তাদের নাম ঠিকানা সংগ্রহ করে ১০ জনের নামে মামলা করা হয়েছে।আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লাইট নিউজ/রুস