সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

সাভার উপজেলা ছাত্রলীগের মাসব্যাপী মানবতার ইফতার বাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

 

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব রোধে চলমান লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষেরজন্য শুরু হলো মাস ব্যাপী বিনামূল্যে মানবতার ইফতার বাজার।

যেখানে সম্পূর্ণ রোজার মাসজুড়ে বিনামূল্যে দুস্থদের মাঝে তুলে দেয়া হবে বিভিন্ন ইফতার সামগ্রী।

শনিবার(২৫এপ্রিল) বিকেলে রমজানের প্রথম দিন থেকেই সাভার সিটি সেন্টারের সামনে এমনই এক মানবতার ইফতারের বাজার বসিয়েছে সাভার উপজেলা ছাত্রলীগ।

এছাড়া সাভারের ব্যাংক কলোনি ও থানা বাস স্ট্যান্ডে আয়োজন করা হয় একই ভাবে ইফতার সমগ্রী বিতরনের কাজ।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি অতিকুর রহমানের উদ্যোগেএই ইফতার বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভার উপজেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। দ্রুত করোনা সংকট মোকাবেলায় সমাজের প্রত্যেক সামর্থবান ব্যক্তিরা আসুন এভাবে দুস্থ অসহায় মানুষের পাশে দাড়াই। করেনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতেই প্রতিদিন বিনামূল্যে ইফতার তুলে দেয়া হবে। পুরো রমজান মাসব্যাপী এই কর্মসূচী চলবে বলে জানান তিনি।

ইফতার বাজারের প্রথম দিনে ছয়শত দুস্থ, প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র সহ সকল শ্রেনী পেশা মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

লাইট নিউজ/মোই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD