লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে মাহিরুল (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে । পুলিশ ঘটনা স্থল থেকে গৃহবধৃর মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৩০)শে এপ্রিল সকালে উপজেলা এলাঙ্গী ইউনিয়ন বলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। কোটচাঁপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে পুলিশ নিহতের মরাদেহ উদ্ধার করেছে।তিনি জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহত গৃহবধূ বসত ঘরের বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এই ঘটনায় থানায় ১টি মামলা হয়েঠে।এলাকাবাসী সূত্রে জানা যায় প্রায় বার বছর আগে কালিগঞ্জ উপজেলার খামার বাড়ি গ্রামের মেয়ে মাহিরুন খাতুনের সাথে কোটচাঁপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের রনো কালীর ছেলে আনোয়ার হোসেনের সাথে বিবাহ হয়।নিহত মাহিরুন খাতুন আনোয়ারের ৪র্থ স্ত্রী,বিবাহের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল।
লাইট নিউজ/রাজো রাজো