রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

২৫০০ টাকার খোঁজ নেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষন চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর সহায়তার ২৫০০ টাকার তথ্য জানতে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবাকে ধর্ষণ চেষ্টার সময় হাতেনাতে আটক গ্রামপুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে গেছেন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে নগর ইউনিয়নের পাচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচার চেয়ে বিক্ষুদ্ধ লোকজন মিছিল করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সহায়তার ২৫০০ টাকার তথ্য জানতে এক বিধবাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় গ্রামপুলিশ সদস্য হযরত আলী। এসময় বিধবার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গ্রামপুলিশ হযরত আলীকে আটক করে। কিন্তু নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু গ্রামপুলিশ আইনের লোক তাকে ছেড়ে না দিলে বিপদে পড়বে হুমকি দিলে গ্রামবাসী বাধ্য হয়ে হযরত আলীকে ছেড়ে দেয়।

চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বলেন,এ ঘটনায় বিধবা মহিলাকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে।

এ ঘটনায় বড়াইগ্রাম থানার এএসআই হারুনুর রশিদ বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD